সমাচার প্রতিবেদন
কেন্দ্রীয় সৎসঙ্গ পরমতীর্থ হিমাইতপুর ধামের সহ-প্রতি ঋত্বিক, ইষ্টে নিবেদিত কর্মী শ্রীদ্বিজেন্দ্র লাল হালদার গুরুতর অসুস্থ হয়েছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ায় আজ মঙ্গলবার বিকেলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বাংলাদেশ হৃদরোগ ইন্সটিটিউট, ঢাকায় স্থানান্তর করা হয়। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু বিষয়টি নিশ্চিত করেছেন।
ইষ্টে নিবেদিত প্রাণ কর্মী দ্বিজেন্দ্র লাল এর দ্রুত সুস্থতা কামনায় পরমদয়ালের রাতুল চরণে প্রার্থনা নিবেদন করছেন আশ্রম নেতৃবৃন্দ এবং ইষ্টপ্রান ভক্তবৃন্দ।
