শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

অসৎ-অবিদ্যা যেটা
   নিখুঁতভাবে সেটা জেনে,
সত্তাদীপী বিদ্যা যেটা—
   অস্তিত্বতে নিও মেনে
অমর হওয়ার ঊর্জ্জনাতে
   ভালমন্দ জান সব,
সত্তা তোমার অমরস্রোতা
   হ’য়ে—আনুক সদবিভব।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৫, শিক্ষা-২২


নীতিবাক্য লাখ বলুক,
   না হবে কী কা’র তা’য় ?
নীতির পথে চললে কিন্তু
   সার্থকতাই পায়।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৫, নীতি-২


ইষ্টার্থ ভজন—শ্রেয়ভজন,
   সবার শ্রেয়রাগে
চলতে থাক, ধ’রো নাকো
   বৃত্তিবেঘোর বাগে ;
তাঁ’র জীবনের যে উদ্দেশ্য
   তোমারও তা’ই হোক,
বিনায়নী তাৎপর্য্যেতে
   রেখোই তা’রই রোখ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৫, ভজন-চৰ্য্যা-৫২


ইষ্টার্থটির ব্যতিক্রম যা’—
   যতই মহান্ যেমন বলুক্
ধ’রবি নেকো, করবি নিরোধ
   অসৎ-আপদ্ যা’ই আসুক।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৪, অসৎ-নিরোধ-৭৫


জীবনটা তোর বেড়ে উঠুক
   তৃপ্তিভরা বৃষ্টি নিয়ে,
ধৃতি চলুক কৃষ্টি-পথে
   সৎ-করণে জ্ঞান বিনিয়ে।

     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, আৰ্য্যকৃষ্টি-১৪


অকৃতজ্ঞ দেখবি যা’রা—
   কথার নেইকো ঠিক,
ভদ্ৰ-শূদ্র হো’ক না যে সেই
   আসলে বেল্লিক।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, চরিত্র-১০৬


দৈন্য যা’ সব দলন ক’রে
   কৃতীর পথে ধা’ ওরে,
চরিত্রে তোর ইষ্টনিদেশ
   মূৰ্ত্ত ক’রে—তাঁয় ধ’রে ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৭, সাধনা-৪৩


চর্য্যারত কৃতি জেনো—
   ধৃতি সাধার সূত্রমূল,
বিনা-চর্য্যায় আসে কি ধৃতি ?—
   সেটাই লোকের মস্ত ভুল ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৪, সেবা-৯


বাপ-ভাই-স্বামী পর যাহাদের
   আপনে অন্য ভাবে,
কটুবৃত্তি তা’র হৃদয়-বিছানো
   বাজ পড়ে তা’র লাভে।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৩, নারী-৩৪


বিবেচনায় ভাল ব’লেই
   বুঝলে করবি তৎক্ষণাৎ,
নিরোধ করতে যাসনে তা’য়
   করবি ইচ্ছার বাজিমাৎ ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, কৰ্ম্ম-কৌশল-৩০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *