শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

আচার্য্যপ্রাণ যা’রাই, তা’রা
     চর্য্যাবিশারদ হয়ই হয়,
ধৃতি-কৃতি তা’দের জেনো
     পায়ে পায়ে গাহে জয়,
কৰ্ম্ম তা’দের ধৃতিপোষা
     কৃতিদীপ্ত হ’য়ে রয়,
কৃতিচর্য্যায় স্বাভাবিকই
     স্খলনদুষ্ট নয়ই নয় ৷
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, চরিত্র-৪৯


যে-কুলে তুমি জন্ম নিয়েছ—
     ব্যতিক্রমদুষ্ট না হয় যদি,
তেমন তুল্য ঘরে বিবাহ
     বিহিত—পেতে সুসন্ততি।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, বিবাহ-৪৩


হিংসা-হরণ যা’-সব কিছু—
     দ্রোহ তা’তে উছল হয়,
ফলে কিন্তু ঠিকই জেনো
     হিংসা-দ্বেষের হয়ই জয় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, ব্যবহার-২১


যোগ্যগম্যা নারীকেও যদি
     ফুসলিয়ে বা বলাৎকারে
অনিচ্ছায় তা’র বৃত্তি-টানে
     স্পর্শন-ধর্ষণ করে তা’রে;
স্নায়ুতন্ত্র বিকার-বশে
     নিরেট শিথিল অবশতায়,
ধ্বংস করে জাত-সমাজে
     জীবন কাটায় পাপ-লালসায় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, দাম্পত্য জীবন-১৮


কৃতিতপা উছল চলন
     উথলে চলে যেমনতর
           উন্নতিরই ঊর্জ্জনায়,
ব্যক্তিত্বেরও উন্নতি আসে
    তেমনতরই কৃতিদীপন
           দক্ষনিবেশ বৰ্দ্ধনায়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, ব্যক্তিত্ব-২৭


নিতে চাও,
    দেবে না,
তার মানেই
    পাবে না।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, বিধি-৩১


আসে না সম্বৃদ্ধি, নিষ্ঠা, কৃতি,
     আদর্শে যদি না রয় ধৃতি ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, সাধনা-৬

একের মতন আর-একটা হওয়া—
     সাম্যবাদের কথা নয়,
বৈশিষ্ট্যানুগ সত্তাচাহিদাই
     সাম্যবাদের ভূমি রয় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, রাজনীতি-৯১

পূরণ-গড়ন যুগের যা’-যা’
     স্বতঃ গজিয়ে সংস্কারগুলি,
জন্ম নিয়ে সহজ করায়
     পূৰ্ব্বতনে গেঁথে তুলি,’
দীপন আলোয় জনপদের
     আঁধার নিকেশ করে দ্যায়,
বাঁচা-বাড়ার সামগানেতে
     সংস্পর্শীদের সব নাচায়;
ঐ মানুষে আর্য্য সবাই
     যুগাবতার ব’লেই গণে,
বিশেষ নতি তা’কেই পূজে
     প্লাবন আনে তা’র যাজনে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, ধৰ্ম্ম-৬৫
চাওয়ার চিন্তায় বিভোর রে তুই
          করায় মন্দগতি,
চাওয়া যে তোর খেয়াল শুধু
          বুঝলি রে দুর্ম্মতি ?
                     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
                     অনুশ্রুতি-১, তত্ত্ব-২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *