শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

চালিয়াতি চাওয়া দেখলেই
   রুদ্ধ করিস্ দেওয়া,
বুঝেও কিন্তু বলিস্ না তা’
   কূটফন্দীর চাওয়া।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৩, নীতি-৩৮


লক্ষ বাধা ডিঙ্গিয়ে চলে
   প্রীণন-পোষণ বেগে,
সার্থকতায় বৃত্তি পাগল
   রয় সেথা প্রেম জেগে ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, অনুরাগ-৮২


বুদ্ধি-বিবেক-বিবেচনা
   কেন্দ্রায়িত না হ’লে,
দীপনকৃতির তাপন-স্রোতে
   কভু কি তা’য় ফল ফলে?
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-২, আদর্শ-১৫


নিষ্ঠানিপুণ ভালবাসা
   দেখবে যেখায় যেমনতর,
আনুগত্য-কৃতিও কিন্তু
   উঠবে ফুটে তেমনতর ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৪, অনুরাগ-৭


ইচ্ছা তোমার অন্তরেরই
    সুখ-দুঃখের কৃতিরাগ—
সত্তাস্থণ্ডিলে যেমন জ্বলে
    আহুতির ঐ হোম-ফাগ ;
আহুতি তোমার যেমনতর
    চলনও হয় তেমনি,
তেমনি ধূমে আবৃত করে
    বোধবিবেকও সেমনি;
হোমকাষ্ঠ শিষ্ট হ’লে
    আহুতি হ’লে শুদ্ধ,
তৃপ্তিও দেয় তেমনি
    হ’য়েও ওঠে বুদ্ধ ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৫, মনোবিজ্ঞান-৫৩


ভরদুনিয়া গ্রহসহ
    সবই কিন্তু অণুর গড়া,
তুমি-আমি তেমনিতর
    অণুসহই পড়ছি ধরা ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৬, দর্শন-৭৫


প্রেষ্ঠ-পূজা উবিয়ে দিয়ে
   অবজ্ঞা আর অপমানে,
দন্তী-সেবায় চাটু পালি’
   দক্ষ দাঁড়ায় সমুখানে!
হামবড়ায়ী বৃত্তিপূজায়
   লাগিয়ে করে বাজিমাৎ,
শিবশ্রেষ্ঠে তখনই সে
   অপমানেই করে কাত;
দক্ষের মেয়ে সতী তখন
   মর্ম্মদিগ্ধ শিবনিন্দায়,
আত্মাহুতি যজ্ঞে দিয়ে
   পুড়িয়ে ফেলে আপনায়;
সতীর ব্যথায় গর্জ্জে’ তখন
   ভূতরা নাচে থিয়া-থিয়ায়
চুরমারি’ সব দিমিক-দিমিক
   যজ্ঞ অনল নিভিয়ে দ্যায়;
প্রলয় নাচন ধিন-তা-ধিন
   চূর্ণ করি’, দীর্ণ করি’,
উবিয়ে দেয়, পুড়িয়ে দেয়
   চর্ম্ম করীর হাতে ধরি’;
সাপের ফণা গর্জ্জে ওঠে
   মরার খুলি ঠঠন ঠন্,
শব-সতীরে কাঁধে ল’য়ে
   পাগলা তখন শিবনাচন;
দম্ভী অহং অবনতির
   কুটিল কঠোর দীর্ণীঘাতে
ওড়ে মাথা, অজের মুণ্ড
   শোভেই তখন দক্ষ কাঁধে;
দক্ষতা যদি সার্থকতায়
   প্রেষ্ঠ-পূজা নাই রে ধরে,
দক্ষযজ্ঞ অমনি হ’য়েই
   মানুষ মাথার নিকাশ করে ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, আৰ্য্যকৃষ্টি-৪০


বুঝিস্ নে তুই—সবই খারাপ,
    তুই কেমন তা’ ভেবে দেখিস্,
ভেবে-বুঝে দেখে-শুনে
    যা’তে ভাল তা’ই করিস্।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৫, নীতি-৩৯


কৰ্ম্ম করে যাহা পাও
   ইষ্টকাজে যদি দাও,
দিয়ে হ’লে ধন্যভাগ্—
   তবেই কৰ্ম্মফলত্যাগ ।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-১, সংজ্ঞা-৩৫


তথাকথিত নিষ্ঠা থেকেও
   ছন্নছাড়া যে-জন হো’ক্,
হাওয়ায় ওড়া ছিন্নপাতার
   মতনই হয় তা’দের ঝোঁক;
সংহতি-তাল রয় না তাদের
   সঙ্গতিশীল নয় তা’রা,
সংহতি তাই আসে নাকো
   বিশাল হ’য়েও ছন্নছাড়া।
     -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
     অনুশ্রুতি-৩, নিষ্ঠা-৯০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *