প্রেষ্ঠনিদেশ বাস্তবেতে
ত্বরিতভাবে মূৰ্ত্তি দেও,
এটাই এক পন্থা শুধুই
ঊর্জ্জা ও প্রেম বাড়িয়ে নেও ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, অনুরাগ-৯৩
খেয়ে যদি না-ই হজম হয়
অন্ত্র কি তা’র হয় পরিষ্কার?
সে-খাওয়া কিন্তু মন্দই করে—
নিয়ে না দেওয়ায় তেমনই তা’র ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, স্বাস্থ্য ও সদাচার-২
নিষ্ঠাভজন সুষ্ঠু হ’লেই
ভাগ্যদেবী এগিয়ে আসেন,
কৃতিপথে ধৃতি নিয়ে
হাসিমুখে তা’কে ধরেন ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, বিধি-৮
অবস্থা, কথা, কোন কাজ
কোথায় গিয়ে কেমন দাঁড়ায়,
ঝলক-বোধের পলক নিয়ে
দেখতে পারিস্ যা’তে তা’য়,
এমনি ক’রেই লহমায় তুই
এঁচে নিবি তেমনতর,
বিষয়-কৰ্ম্মের কোন্ সংঘাতে
হতে পারে কেমন দড়।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, যাজন-২৯
ইষ্টনিষ্ঠ ধূর্ত্ত-চতুর
কল্যাণকৃৎ যা’রাই হয়,
লোকসম্পদ বাড়েই তা’দের
ভাগ্য তা’দের গায়ই জয়।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, চরিত্র-২০
স্পন্দনাই তো জীবনদ্যুতি
যা’তে দাঁড়িয়ে হয় বিভব,—
এ সঙ্গতির বিনায়নে
থাকে স্মৃতি হয় অনুভব ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, অনুভূতি-১
না করলে কি করার তুক
আয়ত্ত হয় কোনদিনে ?
বোধবিবেকী ধীমান্ গতি
বাড়ে কি আর কৃতি-বিধানে?
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, কৰ্ম্ম-১৪
অসৎবিদ্ধ প্রবৃত্তিগুলি
জঠুর হ’য়ে ক্রমে-ক্রমে,
সত্তাটাকে দেয় আহুতি
অসৎ তমের বিকট ধূমে ;
অনিবার্য্য হ’য়ে ধ্বংস তখন
গতিহারা পথ দেখিয়ে দেয়,
বিদগ্ধ খর আপসোসেতে
সত্তাটাকে গলিয়ে নেয়।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, প্রবৃত্তি-১৫
জনন-বিভ্রাট যেই এলো রে
ক্রমে-ক্রমে রাষ্ট্র ছেয়ে—
লাখ ঐশ্বর্য্য থাক্ না কেন
আপদ্ সেথায় যাবেই বেয়ে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, প্রজনন-১৩
ডিম্বকোষে রেতঃধৃতি
যা’র বিভাজনে দেহ ও প্রাণ,
ধ’রে রাখে বিহিত চলায়
বিশেষ ব্যক্তিত্বের অধিষ্ঠান ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, বিজ্ঞান-৩৬
