শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

বই-পুস্তকে তত্ত্ব শেখা
     হয় না বইয়ের পাতা খুঁজে,
বাস্তব জ্ঞান পেতে হবে
     তথ্যটাকে জেনে-বুঝে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, শিক্ষা-৬৩


ব্যষ্টি যখন শিষ্টপথে
      ইষ্টদ্যুতির সার্থকতায়,—
সঙ্গতি তখন সৎ-শুভেতে
      বিশ্বরূপে তাঁ’য় দেখায় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, বিশ্বরূপ-৩


সশ্রদ্ধ দানে জ্ঞানের প্রসার
      আগ্রহদীপ্ত হয় অন্তর,
বাড়লে যেটা থাকলে যেটা
      বাড়েই কৃতি নিরন্তর।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, বিধি-৮২


অভীষ্টটি পেতে গেলেই
     চলতে হবে সেই চলায়,
যা’ করে যা’ পেতে হবে
      না ক’রেও কি তাই রে পায় !
সংস্কারের পথ এড়িয়ে চলে
     স্বরাজ কভু দেয় ধরা?
চাষ-আবাদ কিছু না করেই
     পাস্ কি রে ক্ষেত ধানভরা।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, রাষ্ট্রধর্ম-২৬


কটুদৃষ্টি নিয়ে যদি
     নিন্দা নিয়েই থাকিস্ মাতি’,
প্রকৃতি কিন্তু দেবেই দেবে
     নিখুঁতভাবে নিন্দাখ্যাতি।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, প্রবৃত্তি-১০


জপ করবি অন্তরে তুই
     রাগ-আনতি নিয়ে,
কৃতি-দীপন গুণের স্তবন
     ব্যক্তিত্বটির ক’রে স্ফুরণ
সত্তাকে তোর সিদ্ধিপথে
     তুলবে উপচিয়ে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, সাধনা-৭১

প্রসাদের ঐ সঞ্চারণা
     নিষ্ঠানিপুণ অন্তরে,
সন্দীপনায় আনবে রে বান
     তোমার হৃদয়-কন্দরে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, বিবিধ-৫১


অভাব তা’রই লাভ,
    সেবাপ্রাণ নয়কো যে-জন
        আদর্শে নাই ভাব ৷
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, চরিত্র-১৮


দম্ভরাগী উত্তেজনায়
     কিংবা লোভের বশে,
ইষ্টাৰ্থ যেই ব্যর্থ হ’ল
     গেলি সেথায় ধ্ব’সে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, কপট টান-৪৬


দেবতা-ইষ্ট-শ্রেয়জনে
      অপ্রত্যাশী অবদান,
প্রার্থনাকে সতেজ করে,
      কৃতিদীপ্ত করে প্রাণ ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, ইষ্টভৃতি-১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *