শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

নিষ্ঠাতে তোর থাকলে গলদ
     এৎফাঁকে থাকে খামখেয়াল,
ইষ্ট দিয়ে কী হবে তোর
     চলনই যে তোর ব্যর্থ ভয়াল।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, কপট-টান-২২


বিরল চলায় সহ্য আনে
      হ’তে থাকে তা’ মাটি-পাথর,
শক্তি-চলার উদ্যম কিন্তু
      উদাম চলায় হয় না কাতর।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, দর্শন-৫৩


ব্যবসাতে লাগে সুব্যবহার
      হিসেবী অনুচলন,
ব্যবস্থিতি যতই ভাল
      তেমনি তা’র বলন ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, ব্যবসায়-২


দানের ভাঁওতায় অপহরণ
      যতই কেন করছ না,
শিষ্ট প্রাপ্তি করবেই কিন্তু
      প্রতারণা।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, বিধি-৩৭


আচার্য্য সান্নিধ্যে থাকবে যখন
      তাঁ’র সেবা আর চর্য্যা ক’রে,
ক্রমে-ক্রমেই উঠতে থাক
      গতি রেখে শুদ্ধ ধীরে ;
শিষ্টভাবে নিবিষ্টতা
      আসে যখন, তখন কিন্তু
ভজনতপের সময় এলো,
      সুষ্ঠু হবে জীবনতন্তু।
            -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, ভজন-চৰ্য্যা-৩৪


বাস্তবে কিছু হ’তে গেলেই—
      নিষ্ঠা আনুগত্য-কৃতির
সঙ্গতিশীল অনুনয়নে
      উদ্ভবই হয় সেই স্থিতির ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, অনুভূতি-১১


ভক্তি যদি না থাকে তোর
      শক্তি পাবি কিসে ?
ভক্তি-শক্তি এক বাঁধনে
      রেখে রাখ্ না দিশে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, ভজন-চৰ্য্যা-২৪


অবস্থাক্রমে কোনদিনে
     বাধ্য হ’লে করতে ধার,
ত্বরিতে সেটা করবি রে শোধ
     হ’বি ব্যর্থ আপদ্ পার।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, অর্থনীতি-১০


সত্তাসহ প্রবৃত্তি রয়
      প্রকৃতি তা’র যেমনতর
বিশেষ হ’য়ে বিশদরূপে
      থাকেও সে তো তেমনি দড় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, দর্শন-২৭


স্বার্থনেশায় পরার্থকে
      বাতিল ক’রে যে-জন চলে,
ঠিক জানিস্ তুই ঐ চলনে
      বিষাক্ত আনে, কুফল ফলে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, প্রবৃত্তি-১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *