শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সংঘ নিবন্ধনের শতবর্ষ পালিত হচ্ছে

সমাচার প্রতিবেদন:

শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ সংঘ নিবন্ধনের শতবর্ষ পূর্তি উৎসব পালিত হচ্ছে। এ উপলক্ষে আজ রবিবার (১২ অক্টোবর) দিনব্যাপী শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে আজ ভোড়ে প্রাতকালীন সমবেত প্রার্থনার মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।

এরপর সকাল ৯ টায় জাতীয় সংঙ্গীত ও মাতৃবন্দনা সহযোগে জাতীয় ও সৎসঙ্গ পতাকা উত্তোলন করা হয়। এ সময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রিয় কমিটির সহসভাপতি শ্রী যুগল চন্দ্র ঘোষ (স.প্র.ঋ.), সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন (স.প্র.ঋ.), শিক্ষা ও গবেশষণ বিষয়ক সম্পাদক শ্রী ড. নরেশ চন্দ্র মধুসহ বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে শ্রীমন্দিরে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন (স.প্র.ঋ.) এর সঞ্চালনায় সংক্ষিপ্ত ধর্মালোচনায় বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির সহসভাপতি শ্রী যুগল চন্দ্র ঘোষ (স.প্র.ঋ.), শিক্ষা ও গবেশষণ বিষয়ক সম্পাদক শ্রী ড. নরেশ চন্দ্র মধু, শ্রী বিমল চন্দ্র রায় (স.প্র.ঋ.), শ্রী সুখেন্দু বিশ্বাস (স.প্র.ঋ.), শ্রী মুকন্দ লাল বর্মন (স.প্র.ঋ.), শ্রী দিজেন্দ্র নাথ রায় (স.প্র.ঋ.), শ্রী সজল চন্দ্র শিং (স.প্র.ঋ.), ইঞ্জিনিয়ার শ্যামল কুমার ঘোষ, শ্রী মলয় কান্তি দেব (স.প্র.ঋ.), শ্রী তাপস সুকুল প্রমুখ।

এছাড়া দিনব্যাপী অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে ঠাকুর পূজা, দুপুরে আনন্দবাজারে প্রসাদ বিতরণ, সন্ধ্যায় সমবেত প্রার্থনা, আলোচনা সভা, প্রদীপ প্রজ্জ্বলন, সঙ্গীতানুষ্ঠা, আশ্রম প্রাঙ্গনে আলোকসজ্জ্বা এবং রাতে আনন্দবাজারে প্রসাদ বিতরণ। এক দিনের এই উৎসবকে প্রাণবন্ত করতে দেশের বিভিন্ন জেলা থেকে অনেক ভক্তবৃন্দ সমবেত হয়েছেন। উল্লেখ্য, ১৯২৫ সালের ১২ অক্টোবর প্রথম সৎসঙ্গ নিবন্ধিত হয়। এ জন্য ২০২৫ সালের প্রথম দিন থেকে বছর ব্যাপী বিভিন্ন সময় নানা কর্মসূচি পালম করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *