শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

ইষ্টনিষ্ঠায় নাই ঊর্জ্জনা
      আনুগত্যে নাই পরাক্রমে,
কৃতিসম্বেগ ঢিলেমিলে—
      উন্নতি তা’র হয়ই কম ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, প্রবৃত্তি-৪৬


ভক্তি তবে কী?
     ঊর্জ্জী ভজন,ঊর্জ্জী নিষ্ঠা,
ঊর্জ্জীতপা ধী।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, সংজ্ঞা-৪০


সৎ-শৌর্য্য-স্বভাব যদি
      নাই থাকে কারো স্বতঃস্রোতা,—
বুদ্ধি তা’দের বেকুব হয়ই,
      খল হ’য়েও তা’রা হয়ই ভোতা ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, চরিত্র-৫২


ভক্ত যে হয়, শক্ত সে হয়
     শ্রদ্ধানিপুণ নিষ্ঠাযোগে,
ঊর্জ্জীদ্যুতির স্ফুর্ত্তি নিয়ে
     আপদ্-বিপদ্ রোখেই রোখে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, ভক্তি-১০


ধৰ্ম্মধ্বজী গুরু যে-জন
      ইষ্টনিষ্ঠা নাইকো যা’র,
শিষ্ট নয়কো তাহার চলন
      ধৃতিকৃতি ব্যর্থ তা’র ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, আদর্শ-২


কোন্ বেকুব শিখিয়ে দেছে
     আর্য্য যা’রা পৌত্তলিক,
পুতুল-পূজো করে না তা’রা
     পূজক আপ্তবীর-প্রতীক;
ভরদুনিয়া দেখ্‌ খুঁজে তুই
     স্মারক-পূজক কেই বা নয়,
যা’র যেমনটি লাগে ভাল
     তেমনি পূজোয় সবাই রয় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, আৰ্য্যকৃষ্টি-১১

ফাটল-ধরা নিষ্ঠা যা’দের
      অনুরাগে ব্যতিক্রম,
আনুগত্য কৃতিসম্বেগেও
      ফাটল ধরে অনুক্ষণ ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, নিষ্ঠা-২০


পরিবেশের শিক্ষক-চৰ্য্যায়
     যদি না থাকে উচ্ছলন,
সে শিক্ষা কি তবে বাড়ে?
     হয় সুন্দরে বিবর্দ্ধন?
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, শিক্ষা-৭৩


ভক্তিশ্রদ্ধা-কৃতিসেবা
      শ্রেয়গুরুতে যাহার রয়,
দাম্ভিকতা দূরে থাকে তা’র
      বিভুই তাহার বিভব বয়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, ভজন-চৰ্য্যা-৩২


স্বামীর প্রতি তুখোড় টানে
     বৃত্তিভেদী নন্দনায়,
চল্‌ছো যখন মেয়ে তুমি
     পাতিব্রত্য রয় সেথায়;
ঐ সাধনায় সিদ্ধ হ’লেই
     সতী হবে তুমি,
বংশ তোমার উজল হবে
     উজল সমাজ-ভূমি ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, পুরুষ ও নারী-২৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *