শোন্ না বলি—ভাগ্য মানেই
নিষ্ঠানিপুণ সদ্-ভজন,
দীপ্ত-উছল নিষ্পাদনাই
ভাগ্যদেবীর সিদ্ধ আসন।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, সংজ্ঞা-২
শিষ্ট কুলে মেয়ের যদি
সদৃশ-শিষ্ট পুরুষের সাথে
সুসঙ্গত পরিণয় হয়—
বর্ত্তে তাহা সন্ততিতে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, বিবাহ-৪২
স্বভাব রাখিস্ সুশীল-কোমল
ঝোঁকটি সৎ-এ কড়া,
হৃদয় রাখিস্ ইষ্টস্বার্থে
অটুটভাবে ধরা,
তালটি রাখিস্ চল-নজরে
এড়িয়ে বৃত্তিদায়,
এমন চালে চললে সে-জন
শ্রেয়ের দিকেই ধায় ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, সাধনা-১৫
সচতুর সুকৌশল
তড়িৎ-তৎপর,
দূরদৃষ্টি ব্যবস্থিতি
সিদ্ধি-সহচর ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, কৰ্ম্ম-কৌশল-৯০
খুঁচিয়ে কিংবা উপেক্ষাতে
শত্রুতাকে বাড়িও না,
মুগ্ধ রেখো তোমার পানে
দিয়ে শুভ-বর্দ্ধনা ৷
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, ব্যবহার-৯৫
দুর্দ্দশা যা’র যতই আসুক—
ধী-এর নজরে দেখে-বুঝে,
নিরাকরণ করিস্ তাহার
স্তিস্তি দিবে বুঝে-সুঝে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, সেবা-৫
লাখ পড়িস্ না বেদের ভাষা
ভেসে যাবে সব সকল,
বোধদৃষ্টির দিব্য জ্ঞানে
বেকুবও হয় সিদ্ধ সফল।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, প্রজ্ঞা-৩১
সর্ব্বঘটে র’ন ভগবান্ –
আচার্য্য ন’ন কা’রো তিনি,
শিষ্ট জনার ইষ্টনিষ্ঠায়
জ্ঞান-বিভবে ফোটেন, জানি ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, ভগবত্তা-২
সুমানসে যা’ই না করবে
সদক্ষিণায় কর তা’
ইষ্টভৃতি-স্বস্ত্যয়নীর
দক্ষিণাতেই* দক্ষতা।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, ইষ্টভৃতি-স্বস্ত্যয়নী-১২
ধর্ম্মের নামে দোহাই দিয়ে
হরেক রকম ভানে
সাধু সেজে অনেক পুরুষ
মেয়ে ভুলিয়ে আনে,
ধৰ্ম্মে কামবৃত্তি-সেবা
নেই কখনো জানিস,
ফুসলানিতে দেখিস্ নারি!
কভুও নাহি পড়িস্ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, ধৰ্ম্ম-৬২
