শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

সম্মিলনী জনন-ক্রিয়ার
     ঊর্জ্জী-আকুল অভিসারে,
সাম্য হ’য়েও উদাম সম্বেগ
     পূত ভ্রূণে নিবাস করে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, প্রজনন-৫


নিষ্ঠানিপুণ রাগ নিয়ে তুই
      সেবাপটুর ঊর্জ্জনায়
ইষ্টে অটুট চল র’য়ে রে—
      অসৎ যা’ তা’র বৰ্জ্জনায় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, অসৎ-নিরোধ-৫


এমন তাপের করবি সৃজন
     অত্যাচারের হয় নিকেশ,
অনুতপ্ত অত্যাচারীর
     রয় না যা’তে পাপের লেশ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, নীতি-৯৪


নিষ্ঠা যদি নিরেট না হয়
      অস্খলিত অনুরাগে,
যত বড় হোক না কেন
      ব্যর্থতা তা’র থাকেই জেগে ৷
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, ব্যক্তিত্ব-১২


ভজনপূজাই লোকের পূজা,—
      জীবন যেমন ক’রছে খেলা
সেই হিসাবেই চলতে থাক্ তুই,
      সত্তাটি তোর ছড়িয়ে ফেলা ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, জীবনবাদ-২০


তুই যেমনই যা’ হ’স্ না—
     ইষ্টস্বার্থী অবাধ টানে
পারবি না এমন পাস্ না ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, অনুরাগ-৮৭
ক্ষতিকে যদি করিস্ দয়া
     বাড়বে অপলাপ,
তুইও যাবি সৰ্ব্বনাশে
     সমাজে ঘিরবে পাপ ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, সমাজ-২৭


যা’ আছে তোর সব যা-কিছু
     বিনিয়ে সম্যক্ ইষ্টার্থেতে,
জ্ঞান-গুটিতে করলে ধারণ
     স্থিতি তেমন সমাধিতে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, সাধনা-২৬


সূর্যের আলো আসে যখন
     তা’র সাথেতেই শয্যা ত্যাগ
ক’রে করিস্ সে-সব কৰ্ম্ম
     যা’তে সুস্থ স্বাস্থ্য-যাগ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, স্বাস্থ্য ও সদাচার-৫৩


ফুস্ শুনেই যা’রা কাত্‌ হ’য়ে যায়
            আস্থা সেথায় কমই রেখো,
নিষ্ঠাহার৷ ব্যক্তিত্ব যা’দের
            প্রত্যয়ে তা’দের কমই দেখো।
                   -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
                   অনুশ্রুতি-৫, চরিত্র-১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *