অস্খলিত ইষ্টনিষ্ঠার
একতন্ত্র ধ’রে,
সেবায় আপ্রাণ হ’য়ে তুমি
চল দীপক সুরে ;
দীক্ষা পাও আর না-ই পেয়ে থাক
একায়িত মনে,
আচার্য্য ভজে চলতে থাক
ভাব-উৎসারণে ;
যখন বোঝেন দেবেন দীক্ষা
তা’তেই খুশী হ’য়ো,
একনিষ্ঠায় তাঁ’রই সেবায়
নিয়োজিত র’য়ো ;
দেখবে কেমন সব যা’-কিছু
ধৃতি-বিনায়নে,
উথলে ওঠে ভক্তি-হাওয়ায়
জীবন-উৎসারণে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, ভজন-চৰ্য্যা-৫৩
সত্ব-বাদই বাদের সেরা
শঙ্খধ্বনিত্* কর্ নিনাদ,
সত্তাটুকু বাদ দিলে আর
নাইকো বিশ্বে কোন বাদ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, ধর্ম্ম-৭৭
নিষ্ঠানিপুণ অনুরাগে
দৃষ্টি নিয়ে চলতে গেলে
কোথায়ও হয় ভরপুর আর
কোথাও ঊষদৃকে চলে,
অনুরাগকৃতির পারিজাত কোথাও
কোথাও ঊষর স্তব্ধতা—
এমনি ক’রে ভেঙ্গে-গ’ড়ে
রাখে সত্তার শিষ্টতা ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, সাধনা-১১০
মান যদি তুই না দিস্ কা’রো
সুষ্ঠু হবি কিসে?
অপমানের দুন্দুভিতে
হারা হবি দিশে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, বিধি-৫৩
মানুষকে যদি মানুষে রাখিয়া
উন্নতস্রোতা করিতে চাও,
বিধিবিনায়িত শিষ্ট চলনে
সুষ্ঠু-আবেগী জীবনে ধাও;
দীপ্ত রাগেতে অন্তরের সুর
সাত্বত পথে চালিত কর,
বিধিবিনায়িত শিষ্ট যোজনে
আগ্রহদীপনায় তাহারে ধর;
সেদিকে তোমরা প্রীতির নয়নে
চাহিয়া চলিয়া চলিতে থাক,
অকৃতি যা’-সব দূর ক’রে দিয়ে
সুকৃতিসকল যতনে রাখ;
সাত্বত সুর যেখানে দেখিবে
তাহার চলনে চলন দিয়ে,
ধন্য হ’য়ে ওঠ প্ৰতিপ্রত্যেকে
সুঠাম সুষ্ঠু জাতিটি নিয়ে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, রাজনীতি-১৭
অন্তঃকরণ তা’কেই বলে
ভাববিভূতির বিধানে যা’
বলে ক’রে চলে তোমার
ভাবে আনে উচ্ছলতা।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, সংজ্ঞা-২৭
চলা-বলা যা’-কিছু তোর
ইষ্টস্বার্থ-সমর্থনে,
অস্তিত্বকে বিনিয়ে চলবি
ওই পথেতে নিয়ন্ত্রণে;
শাস্ত্রনীতি ন্যায়পরতা
চলায়-বলায় পড়বে ধরা,
দুনিয়াটা হাসির ভরে
উঠবে হ’য়ে উজল-করা ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, বৃত্তি-নিয়ন্ত্রণ-২৪
জীবন-ধৃতি যা’তে বাড়ায়
প্রতি বিশেষে পরস্পরে,
হাতে-কলমে—যেথায় এটা
সাম্য সেথায় ক্রমেই বাড়ে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, জীবনবাদ-১২১
আগন্তুক কেউ এলে পরে
আচার-ব্যবহার-উচ্ছলায়,
তুষ্ট ক’রো এমনতর
তা’রা যেন তৃপ্তি পায়।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, পরিবেশ-১৯
যে-মনীষী জন্মেন যখন
সময় কালের গর্ত্ত ফুঁড়ে,
সার্থকতার বিরোধবার্তা
অর্থ দিয়ে হটান দূরে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, আদর্শ-৭১
