শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

বিনায়িত তাৎপর্য্য্যতে
      শ্রেষ্ঠ যেথায় যিনি,
দীপ্ত উছল তৎপরতায়
      শিষ্ট প্রধান তিনি।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, সংজ্ঞা-৬


ঝোঁক না বুঝে শিক্ষা দিলে
     পদে-পদে কুফল মিলে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, শিক্ষা-১৮


অসতী হ’লেই সৰ্ব্বনাশ
     কুলটার তো আরও,
দ’গ্ধে-দ’গ্ধে সে তো মরেই
     মরণ সমাজেরও ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, পুরুষ ও নারী-৭৫


এক মুষ্টি ধুলিও যদি
      গুরুর আশিস্ হয় তোর,
নিষ্ঠা থাকলে সে-মূলধনেই
      অনেক বাড়ায় জীবন-ভোর ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, নিষ্ঠা-৩৯


রসুন, মেথি, কালো জিরে,
     সর্দ্দি নিরোধ করেই ধীরে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, স্বাস্থ্য ও সদাচার-১


ঊর্জ্জী নিষ্ঠা নাইকো যা’র
      পরাক্রমী নয় যে-জন,
নাইকো শিষ্ট কৃতিসেবা, —
     ভক্তিদীপ্ত রয় কখন ?
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, ভক্তি-১০

শক্ত-কঠোর ভণ্ড-কপট
      কামুক-মাতাল হোক না—
প্রীতিভরা চর্য্যা তোমার
      আনুক শুভ বর্দ্ধনা ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, সেবা-১২


মা-ই যে তোমার প্রথম পরিবেশ
      মাটি ও দেশ তা’র জোগান,
সেই জোগানে বাঁচ, বাড়,
      জেনো—তা’রাই তোমার আধান ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, সমাজ-৪


যেথায় যেটুক বললে তুমি
     ফল পাবে সুন্দর,
সেইটুকুই তো ন্যায্য বলা
     নইলে অবান্তর ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, নীতি-৩৮


শোনা কথায় মন টলে যা’র
     ভেবেই যা’দের মন দ্যাখে,
প্রত্যক্ষেতেও অনাস্থা যা’র
     কানেই যা’রা চোখ রাখে;
মিত্র রুষ্ট আপদ-দুষ্ট
     পাওয়ায় পড়ে বাজ,
দুনিয়া তা’দের টিটকারী দেয়
     সাজায় হোলির রাজ ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, লোকচরিত্র-১৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *