স্থির ও চরের সঙ্গতিরই
শিষ্ট স্থিতি-ধারা,
উপচে ওঠে তা’ হ’তে সব
প্রাণন দ্যোতন-দাঁড়া ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, দর্শন-৪৭
বিব্রত কেউ হ’য়ে এলে
নিকটে তোমার,
যেমন পার ফিরিও নাকো
ভালই ক’রো তা’র,
তোমার আপদে মানুষেই করে
কে করে অন্য আর?
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, সেবা-৯৭
ধৰ্ম্মবিধি সবই সমান
দেখতে শুধুই রকমফের,
লাখ সম্প্রদায় থাক না কি তা’য়?
রইলে একই ইষ্ট জের ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, ধৰ্ম্ম-৪৫
নিষ্ঠা-অনুগতি-কৃতি
প্রীতির সিদ্ধ লক্ষণই এই
যত ব্যতিক্রম এর যেখানে
বুঝবি তেমন প্রীতি নেই ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, অনুরাগ-৩
শিষ্ট-সুধী সৎ যাহারা —
অসৎ-নিরোধ পরাক্রমটি
আত্মগরিমায় করে না প্রকাশ,
কৃতিদ্যোতনায় ওঠেই ফুটি’।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, চরিত্র-৬০
বিচার নেই আচার করে
আবর্জ্জনায় ঘিরে ধরে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, বিধি-১২
নিপুণ-দক্ষ চিন্তনাতে
করণধারা বরণকে পায়,
সঙ্গতিশীল বিন্যাসে আসে
অন্তর-দৃষ্টির আঙ্গিনায় ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, প্রজ্ঞা-৫১
প্রীতির ভাবে নাই পরাক্রম
নাইকো আনুগত্য-কৃতি,
নাই যেথা একনিষ্ঠ প্রাণ,
নাইকো দীপ্ত বোধ ও ধৃতি,
নাইকো শ্রদ্ধা, নাইকো ভক্তি,
নাইকো নিষ্ঠা-অনুকম্পা,
আস্থা কিন্তু রেখো না তা’য়
মিথ্যা চটুল জগঝম্পা।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, চরিত্র-৫৪
করার খাঁকতি হ’লে কিন্তু
হওয়ার আপসোস চলবে না,
লাখ চাও না তুমি কেন
না করলে হওয়া হবে না ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, কৰ্ম্ম-৫৬
লোকপূরণ উপেক্ষি যে
গণ্ডীস্বার্থ ধরে,
শিষ্ট নেতা নয়কো সে-জন
নকল হ’য়েই মরে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, রাষ্ট্রধর্ম-৪
