শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

বাহাদুরি বল দেখিয়ে
      যা’কেই করবে লাঞ্ছনা,
অসৎ কিন্তু সেথাই হবে
      আনবে সাথে বঞ্চনা।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, বিধি-২৫

স্বতঃস্বেচ্ছ অভিধ্যানে
     ছুটলে আবেগ কাজের পথে,
শিক্ষা তখন সহজ পায়ে
     গজিয়ে ওঠে মনোরথে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, শিক্ষা-২৯

কৃতির ধুলায় ধূসর হ’য়ে
     জ্বালিয়ে বুকে ফাগুন-রাগ,
প্রীতির ফসল গজিয়ে নে তুই
     চলবে যা’তে জীবন-যাগ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, কৰ্ম্ম-১২০

ঘটে-ঘটে তিনিই আছেন
     তোমার ঘটেও তেমনি,
ঘট-অস্তিত্বের স্বস্তি পালা-ই
     তা’রই পূজা সেমনি।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, আদর্শ-৫১

মতবাদের নয়কো বিষয়
      চ’লে চ’লে গজিয়ে ওঠ,
ছোট-বড় নাইকো কথা
      এই জীবনেই ওঠ, ফোট।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, জীবনবাদ-৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *