শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্নান মহোৎসবে যুব সম্মেলন অনুষ্ঠিত


সমাচার প্রতিবেদন :

পুন্য তালনবমী তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্নান মহোৎসব উপলক্ষে আয়োজিত যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুর আড়াইটা শ্রী বিকাশ চন্দ্র দাস (স.প্র.ঋ.) এর সভাপতিতে এই যুব সম্মেলন অনুষ্ঠিত হয়।

যুবসম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক মোসাব্বির হোসেন সঞ্জু, রাশেদুল রহমান রানা বিশ্বাস, ইঞ্জিনিয়ার শ্রী শ্যামল ঘোষ, আব্দুর রব খান পলাশ। আলোচকবৃন্দ ছিলেন শ্রী বিনয় সরকার, লিখন রায়, শ্রী লিটন আচার্য, শ্রী উজ্জ্বল নাথ, শ্রী রাজু দাস, শ্রী স্বপন কুমার দে, শ্রী রনি সাহা (যাজক)।

সম্মেলনে সংগীত পরিবেশন করেন শ্রী মলয় কান্তি দেব (স.প্র.ঋ.) এবং বাউল শ্রী রমেন বিশ্বাস।

এর আগে প্রভাতে সমবেত প্রার্থনার মধ্য দিয়ে পাবনার হিমাইতপুরে আশ্রম প্রাঙ্গনে দুই দিন ব্যাপী এই উৎসব শুরু হয়। মহোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দ সমবেত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *