যে-বিষয়ে নেতৃত্ব করবি
চলবি তেমন চরিত্র নিয়ে,
খাওয়া-দাওয়া চলা-বলায়
স্ফুরিত হয় সবটা দিয়ে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, চরিত্র-২০৫
সওয়া-বওয়া, শাসন-তোষণ
নাইকো যেথায় অটুট হ’য়ে—
নাইকো প্রণয় সেথায় জেনো, —
বেড়ায় শুধু স্বার্থ ল’য়ে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, অনুরাগ-২৪
নিষ্ঠারে তুই ভজলি যেমন
ভগবান্ তোর তেমনিতর,
ধৃতিকৃতি-উৎসারণী—
র’নও তিনি তেমনি দড়।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, দর্শন-৩০
ত্যক্তা নারীর আবার বিয়ে
দৃপ্ত বুকে ক্ষিপ্ত ফণা,
গলায় প’রে পুরুষ বেড়ায়
ম্রিয়বুকে সটান টনা ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, বিবাহ-২৫
মিষ্টি কথাই ভাল লাগে
সেটাই নয়তো বুকের বল,
ধী ও শক্তির সঙ্গমেতে
হ’য়েই ওঠে জীবন উতল ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, মনোবিজ্ঞান-২৭
