সমাচার প্রতিবেদন :
পুন্য তালনবমী তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্নান মহোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর লাইব্রেরিতে এই আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী প্রাণশংকর দাশ (স.প্র.ঋ) এর সভাপতিত্বে এবং শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী সৌমিত্র মজুমদুর পলাশ (স.প্র.ঋ) ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, এনএসআই এর সহকারী পরিচালক লুৎফর কবির, ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, হিমাইতপুর পুলিশ ফাঁরির ইনচার্জ তরিকূল ইসলাম, পূজা উদযাপন পরিষদ পাবনার সভাপতি শ্রী প্রভাস চন্দ্র ভদ্র, পাবনা প্রেসক্লাবে কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শ্রী যুগোল চন্দ্র ঘোষ (স.প্র.ঋ.), বিশিষ্ট সমাজ সেবক রাশেদুল রহমান (রানা বিশ্বাস), ডিএসবি আবুল কালাম আজাদ, সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শ্রী চিত্তরঞ্জন দাশ, সমাজ সেবক আফজাল হোসেন, মান্নান মালিথা প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শ্রী বলাই চন্দ্র সাহা, সহ-কোষাধ্যক্ষ ধীশংকর সরকার, সৎসঙ্গে সহকারী হিসাব শ্রীঅমিত সরকার, হিসাব রক্ষক শ্রীতাপস সুকুল, কম্পিউটর অপারেটর শ্রীমলয়ক্রান্তি দাশ, সৎসঙ্গী শ্রী আনন্দসুন্দর দাশসহ ছাত্রাবাসের ছাত্ররা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয় আগামী ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর দুই দিন ব্যাপী পুন্য তালনবমী তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮ আবির্ভাব তিথি ও ভাগীরথী পদ্মায় পুণ্য স্নান মহোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবকে সুন্দরভাবে পালন করার জন্য সবাই মিলে সার্বিক সহযোগিতা করতে হবে। এসময় উৎসবের বিভিন্ন দিক নিয়ে খোলামেলা আলোচনা করা হয়।
