মানুষের মন-বৃত্তিভূমে
কোন্ কথাটি কেমন গড়ায়,
সেই দিকে তুই নজর রেখে
কহিস্ কথা সেই দাঁড়ায় ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, ব্যবহার-৬৯
বাধা-বিপত্তি-অভাবপথেও
অভীষ্টেতে টান,
অতিক্রমি’ দরদ-চলায়
তবেই ঋদ্ধিমান্ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, অনুরাগ-২৫
প্রীতির তোষণ নিয়ে যা’কে
ধারণ-পোষণ-দানে,
শুভচর্য্যায় রত তুমি
জাগবে তা’রই প্রাণে ;
করায় যেটুক থাকে তোমার
ক’রে যাও তা’ সব,
কেউ যদি তা’র সহায়ই হয়
(ক’রো) তৃপ্তি অনুভব ;
আপ্যায়নায় পুষো তা’রে
তৃপ্তি দিও প্রাণে,
কৃতজ্ঞতায় অঢেল হ’য়ো
কুশল সেবা দানে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, সেবা-১৬৬
আবার বলি, আবার বলি
বিষাণ-সুরে আমার মুখে—
ব্যতিক্রমে যাস্ না কভু
রাখ্ দশ ও দেশকে সুখে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, বিবাহ-৫৩
ইষ্টনিষ্ঠ ধী নিয়ে তুই
শিষ্ট বোধটি নিয়ে
সব কাজেতেই চলবি অমন
মানসদীপ্তি নিয়ে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, কৰ্ম্ম-৩
