ধৃতিদীপন নন্দনাতে
দীপ্ত হ’য়ে ওরে তুই,
পরশ দিয়ে বৰ্দ্ধিত কর্
পরিস্থিতির পুণ্য ভুঁই।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, সেবা-৯৬
সমাজ-শাসন ব্যাহত হ’লে
ব্যতিক্রম তো হ’য়েই থাকে,
ধীরদীপনী বোধিদীপায়
সৎহালেতে এনোই তা’কে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, নীতি-৫৮
তোমার সহ অন্যের যদি
কল্যাণ-অর্ঘ্য অনৃত হয়,
আপদ্-বিপদ্ সবটা যদি
ঐ অনৃত করে জয়,
হ’লেও সেটা অনৃতপন্থী
অনৃত কিন্তু নয়কো কাজে,
সে-অনৃতকে বিদায় দেওয়া
সেই বেলাতে সেটাও বাজে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, ধর্ম্ম-৭৩
যেমনতর যা’র বৈশিষ্ট্য
শিষ্টও হয় সে তেমনতর,
চাহিদার প্রয়োজনও সেই রকমই
হ’য়ে থাকে ক্ষিপ্র, দড়।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, বর্ণাশ্রম-১৪
জন্মগত বৈশ্য তা’রা—
জনের সেবায় যা’রা রত,
ব্যবসা-বাণিজ্য ক’রেও যা’রা
লোকসেবাতে উচ্ছ্বসিত,
ঐ চর্য্যায় সবার ঘরে
প্রবেশ ক’রে দীপ্ত রাখে,—
বৈশ্যত্ব তা’র অন্তরেতে
বসবাসই ক’রে থাকে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, বর্ণাশ্রম-১২
