নিজের বাঁচা-বাড়ার সাথেই
অন্যে বাঁচা-বাড়ায় ধরা,
ওইটাকেই তো ধৰ্ম্ম বলে
ঐ চলনই ধৰ্ম্ম করা ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, ধৰ্ম্ম-১৭
শক্তি-বিহীন ভক্তি যা’র,
অলস অনুরক্তি তা’র ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, ভজন-চৰ্য্যা-২
অসৎ-বুদ্ধির ভাঁওতা নিয়ে
স্বার্থ সেবায় চলবি যত,
আসবে বিপদ্ দরিদ্রতা
অমনি ক’রে তেমনি তত ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, প্রবৃত্তি-১২
প্রেষ্ঠচর্য্যায় নিরত যা’রা
প্রেষ্ঠ-সেবায় মুগ্ধপ্রাণ,
তা’দের যদি ভাল লাগে
থেকে প্রিয়ের সন্নিধান,
স্নেহ-প্রীতি স্বার্থ-দ্যোতন
সবই যাহার প্রিয় লাগি’,
সে-মানুষটি নিরেট মানুষ
সহজ প্রেষ্ঠ-অনুরাগী।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, চরিত্র-১৩৫
চতুর তবে কে?—
ঠিক রেখে তা’র নিজের দাঁড়া
চার আল দেখে যে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, চরিত্র-১৭২
