সেবা-পরিচর্য্যাই কিন্তু
সত্তাসেবার অনুরাগ,
ভক্তিমত্ত তা’ই নিয়ে সে
নিত্য সাধে জীবন-যাগ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, জীবনবাদ-৫৯
ইষ্টনিষ্ঠা যেমনতর
কৃতিদীপ্ত শিষ্ট তালে,
চলবে তুমি যেমনতর—
তেমনি বিভব আসবে ভালে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, অনুভূতি-১০
অমৃতেরই সন্ততি তুই
অমৃতই তোর জীবন-ধারা,
মরণ ভ’জে মরণ খুঁজে
হ’বি কেন সর্ব্বহারা ?
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, আৰ্য্যকৃষ্টি-২
নিষ্ঠানিটোল হৃদয় নিয়ে
আগ্রহশীল তৎপরতায়,
কৃতিপথে যায় এগিয়ে
উদ্যমেরই দ্যুতিবিভায়—
বোধবৃত্তিও সঙ্গে-সঙ্গে
সজাগ হ’য়ে ওঠে যখন,
দৈবশক্তি অমনি ক’রেই
উচ্ছলতায় চলে তখন,
দৈবশক্তি ওকেই বলে
চলন তাহার অমন দড়,
উচ্ছলতায় কৃতিসিদ্ধ
সার্থকতায় করেই বড় ;
বিহিত বিশেষ অবস্থাতে
প্রাকৃতিক বিন্যাস রয় যেখানে,
আশ্রয় হ’য়ে সে তোমারে
বাঁচায় তোমায় দুষ্ট ক্ষণে,—
এমনতর বিহিত বিন্যাস
যেখানে তুমি পাও যখন,
প্রকৃতিরই বিন্যাস তোমায়
রক্ষা কিন্তু করে তখন ;
কারণ যেথায় বোবা মেধায়
উচ্ছলিত সক্রিয় নয়—
দৈবশক্তি ব’লে তা’কে
অনেক সময় লোকে কয় ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, ভজন-চৰ্য্যা-৪৮
দেওয়ার আগ্রহ বাড়বে যত
অর্জ্জনও তোমার বাড়বে,
শিষ্ট অর্জ্জন যতই হবে
বর্দ্ধনাতে উঠবে ;
শাসনসুষ্ঠু অর্জ্জন যেথায়—
অবদানও তৃপ্তি আনে,
সঙ্গতিতে সংহত হয়
প্রায় সবই সুষ্ঠু প্রাণে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, ব্যবহার-৪১
