শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

তাড়ন-পীড়ন-ভর্ৎসনাতে
      ইষ্টনিষ্ঠায় যদি চলিস্,
ইষ্টনিষ্ঠা নিছক তোরে
      করবে মহান্ ঠিক বুঝিস্।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, সাধনা-৬৪

দৈন্যমনা হীনবৃত্তিকে
      দেওয়া-থোওয়া যা’ই কর না,
এমনতর কটু কুটিল
      স্বল্প লোভেই করে লাঞ্ছনা ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, দারিদ্র্যব্যাধি-৩

বাস্তবে কিছু হ’তে গেলেই—
      নিষ্ঠা আনুগত্য-কৃতির
সঙ্গতিশীল অনুনয়নে
      উদ্ভবই হয় সেই স্থিতির ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, অনুভূতি-১১

ইষ্টে যদি না থাকে নিষ্ঠা
      নির্দেশ অনুশীলন করবে কে ?
নিষ্ঠাতেই তো ইষ্ট প্রতিষ্ঠ
      অনুশীলনও সেই সম্বেগে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, নিষ্ঠা-২৮

ধরছ করছ অশেষ ভাবে
          নিষ্পাদনে পারছ না,
বুঝছ না কি—পারায় গলদ
          তেমন তুকে চল্‌ছ না!
                   -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
                   অনুশ্রুতি-২, কৰ্ম্ম-২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *