শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

জন্ম-কৰ্ম্ম যা’ই না তোমার
     আত্মাই যে তা’র মূলাধার,
সত্তাপোষী যা’ সব কৰ্ম্ম
     স্থিতি বাড়ায় তা’তেই তা’র।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, দর্শন-৪৫

জীবনবাদের বাদ নিয়ে তুই
     অঢেল চলায় চল্ রে চল্,
অমর জীবন পাওয়ার পথে
     রাখ্ নিয়ে সেই কৃতিবল।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, ধর্ম্ম-৯২

আগুন রাগে করবি রে কাজ
     বজ্রবেগে করবি শেষ,
দক্ষনিপুণ এমনি করায়
     শক্তিপ্রাণে জাগবে দেশ ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, কৰ্ম্ম-কৌশল-৮৭

দীপ্ত রাগের দীপকভাবে
      বিশাল দ্যুতি নিয়ে বুকে,
ইষ্টে আরাধনা করিস্
      ব্যতিক্রমেও থাকবি সুখে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, নীতি-৭৮

করাতে তাচ্ছিল্য ক’রে
      হ’তে পারী কভু যায়?
কৃতিকুশল উদ্দীপনায়
      করা হ’তে হওয়া পায় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, কৰ্ম্ম-৫৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *