বৃত্তি-তৃষ্ণ বেল্লিক যত
উচ্ছৃঙ্খলও তেমনি সে,
দুঃখ-ধোঁকা মন্দ চলন
সৌভাগ্যকে ক্রমেই নাশে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-২, প্রবৃত্তি-১৬
বীক্ষণা যা’র কৃতিহারা
চর্য্যাহারা চলন,
নিষ্ঠা যে তা’র দ্যুতিহারা,
হয় সে দুঃখপ্রবণ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, চরিত্র-২৯
নিয়ন্ত্রিত জীবন যাহার
ইষ্টানুগ অর্থনায়,
ব্যর্থ হয় কি জীবন তাহার ?
বংশ রয় না বঞ্চনায় ;
মাঙ্গলিক তা’র অনুশাসন
শ্রমকৃতি মাঙ্গলিক,
অসৎ-নিরোধী পরাক্রম তা’র
বংশে বৰ্ত্তায় আনুষঙ্গিক।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, প্রজনন-৩৭
আগ্রহ যা’র যেমন থাকে
খোঁজেও তেমনি পথ,
কর্ম্মও তা’র তেমনি হয়ে
ফলায় মনোরথ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, কৰ্ম্ম-২০
মানদূরত্ব হটিয়ে দিয়ে
নারীর সঙ্গ করে,
এমন জনায় নিশ্চয় জানিস্
কাম-ডাইনী ধরে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, পুরুষ ও নারী-৮