শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গের ত্রৈমাসিক ঋত্বিক্ সম্মেলন অনুষ্ঠিত

সমাচার প্রতিবেদন :

বিশ্বজননী মনোমোহিনীদেবীর ১৫৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর পাবনায় ২ দিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় দিন সোমবার সকাল ১০ টায় ত্রৈমাসিক ঋত্বিক্ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ঋত্বিক্্ সম্মেলনের সভাপতিত্ব করেন ঋত্বিক সহ-পুরোধা হরিপদ মজুমদার (সহ প্রতি ঋত্বিক)। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীতাপস চন্দ্র বর্মন (সহ প্রতি ঋত্বিক), ঋত্বিক পরিষদ সচিব নিরঞ্জন দেব নাথ (সহ প্রতি ঋত্বিক), ড. নরেশ চন্দ্র মধু (যাজক)। সম্মেলনে দেশের বিভিন্ন জেলার প্রায় দেড়’শ ঋত্বিক অংশগ্রহণ করেন। এর আগে রবিবার থেকে দুই দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়।

দুই দিন ব্যাপী অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল সকাল-সন্ধ্যা সমবেত প্রার্থনা, শ্রীশ্রীজননীদেবীর প্রতিকৃতিতে প্রণাম নিবেদন, পিতৃ-প্রণাম, শ্রীশ্রীঠাকুর প্রণাম নিবেদন, ভক্তি-সঙ্গীত ও সদ্্গ্রন্থাদি পাঠ, ঋত্বিক সম্মেলন, ঋত্বিক ও কর্মী প্রশিক্ষণ, দুপুরে আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহণ, সন্ধ্যায় সমবেত প্রার্থনা, সদ্্গ্রন্থাদি পাঠ ও ভজন সঙ্গীত অনুষ্ঠিত।  

বিশ্বজননী মনোমোহিনীদেবীর ১৫৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে পাঞ্জাধারী প্রতিঋত্বিক, সহ-প্রতিঋত্বিক, অধ্বর্য্যু ও যাজকবৃন্দসহ শতশত ভক্তবৃন্দ আশ্রমে এসে সমবেত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *