শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

লক্ষ গুণের হোক্ না গুণী
      তা’তে সত্তার হবে কী?
নিষ্ঠানিপুণ অনুরাগে
     উঠবে জেগে ক্রমে ধী ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, সাধনা-১১

কামপ্ৰাৰ্থী হ’য়ে জানিস্
     বৃত্তিবিনোদী যা’রা,
তা’দেরই বলে কোটনা লম্পট
     ঘৃণ্য পুরুষ-ধারা।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, বৃত্তিধৰ্ম্ম-১৩২

রজোবীজের ব্যতিক্রমে
      বৈশিষ্ট্য আর কৃষ্টি হারা
অপকর্ষী জীবন-জনন
      চলতে থাকে হতচ্ছাড়া।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, প্রজনন-৫

শিখবি ওরে সবার কাছে
      বৈশিষ্ট্যটি রেখে ঠিক,–
পারস্পরিক এই চলনে
      ফুটবে জ্ঞানে সকল দিক্‌।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, আৰ্য্যকৃষ্টি-৭৫

হাতে-কলমে না-ভজলে কেউ
     ভগবানকে পায় কি?
সেবানিপুণ কৰ্ম্মে ফাঁকি
     তেমন ভক্তি হয় মেকী।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, সাধনা-৯৯

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *