প্রেম করা কি সোজা ? –
প্রেয়কে যে বহন করে
না হ’য়ে তাঁ’র বোঝা,
সেবানুশাসনে শাসিত যে-জন
তা’রই প্রণয় সোজা ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, প্রীতিরাগ-৪১
আত্মমুখী উত্তেজনা
পূরে না অন্যেরে,
নিজের চাওয়ায় পাগলপারা
অন্ধ ব্যর্থ সে রে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, বৃত্তিধৰ্ম্ম-১১০
দেওয়ার আগ্রহ বাড়বে যত
অর্জ্জনও তোমার বাড়বে,
শিষ্ট অর্জ্জন যতই হবে
বর্দ্ধনাতে উঠবে ;
শাসনসুষ্ঠু অর্জ্জন যেথায়—
অবদানও তৃপ্তি আনে,
সঙ্গতিতে সংহত হয়
প্রায় সবই সুষ্ঠু প্রাণে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, ব্যবহার-৪১
ভালমন্দের জল্পনা তোর
বাস্তবতার মোতাবেকে,
কল্পনাতে সাজিয়ে নিয়ে
গ’ড়ে তোল তুই তপ-আবেগে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, সাধনা-১৫
গণ্ডীস্বার্থী হবে যে
নকল নেতা জানিস্ সে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, রাষ্ট্রধর্ম-২