ইচ্ছা থাকলেই বোধ আসে
বোধে আসে বৃদ্ধি,
দেখেশুনে বুঝেসুঝে
ক্রমেই আসে সিদ্ধি ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, দর্শন-২৩
গুরুর জিনিস করলে হরণ—
হৃত-সম্বেগ স্নায়ু তা’য়
ব্যাধির বিষে পাগলপারা,
ডাইনী-বিপাক পিছেই ধায়।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-১, আদর্শ-৬২
শ্রদ্ধা যেথায়—সমর্থনে
উথলে ওঠে মন,
বিরোধ যা’ তা’র নিরোধ করেই
ক’রে সফল পণ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, বিধি-৪৬
পরিচর্য্যা নয় চাকুরী
পাওয়ার প্রত্যাশা নেই সেথা,
পরিচর্য্যার এমন দায়িত্ব
যায় না কখনও প্রায়ই বৃথা।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, সেবা-৩০
মন-তরঙ্গের ভঙ্গী যেমন
সহজ কিংবা আঁকাবাঁকা,
নিষ্ঠা-অনুগতি-কৃতিও
তেমনি সহজ নয়তো বাঁকা।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, মনোবিজ্ঞান-২৯