লালমনিরহাটে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ আবির্ভাব-বর্ষ-স্মরণ উৎসব উদযাপিত

সমাচার প্রতিবেদন :

লালমনিরহাটে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ উৎসব উদযাপিত হয়েছে।শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ লালমনিরহাট জেলা শাখা, ফলিমারি এর উদ্যোগে গত শুক্রবার (০৯ মে) দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ (হিমাইতপুর, পাবনা) কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন (স.প্র.ঋ.)।

উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সৎসঙ্গের  সাংস্কৃতিক সম্পাদক শ্রী রথীন মিত্র,  নির্বাহী সদস্য শ্রী চিত্তরঞ্জন দাস, শ্রী অরুনকুমার দে, উপদেষ্টা সচিব শ্রী সমাপ্ত কুমার সাহা ও  ঋত্বিক দেবতা বৃন্দ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আরো উপস্থিত ছিলেন শ্রী অমিত সরকার, শ্রী তাপস সুকুল, বাউল শিল্পী শ্রী রবেন বিশ্বাস, ঢাকা জেলা শাখা সৎসঙ্গের সাংগঠনিক সম্পাদক সঙ্গীত পরিচালক শ্রী লিটন দাশ প্রমুখ।

জানা যায়, প্রথমবারের মত এই অঞ্চলে ঠাকুরের উৎসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই উৎসবে অসংখ্য ভক্ত সমাগমে উৎসবাঙ্গন মুখরিত ছিল।

আয়োজকরা জানান, ১৩৭তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ উৎসব উপলক্ষ্যে সকাল ও সন্ধ্যায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া ধর্মালোচনাসভা, ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন এবং আনন্দোবাজারে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *