শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

প্রার্থনাতে কইলি কত
     করলি নাকো কাজে,
ফুটলো ওটা কল্পনাতে
     ফলটি পেলি বাজে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, বৃত্তি-নিয়ন্ত্রণ-৪

ইষ্টনিষ্ঠ অনুরাগে
      নিদেশপালী ঊর্জ্জনায়
তপনিদেশে নিবিষ্ট হও—
      থেকে অসৎ-বর্জ্জনায় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, তপশ্চৰ্য্যা-১৭

লোভই যা’দের সাধনীয়
     বৃত্তি-সেবার লাগি’,
সদাই তা’রা ঘুরে বেড়ায়
     লোভ-ইন্ধন মাগি’।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, চরিত্র-৪১

চেষ্টা যেথায়, টান যে-ধারে,
      ব্যক্তিত্বও হয় সেই মতন,
কৃতিতপে তাই নিষ্ঠানিপুণ
      সার্থকতায় কর যতন ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, ব্যক্তিত্ব-১

ধৰ্ম্ম যদি বাঁচা-বাড়াই—
     কেরদানি আর কসরতে,
উল্টো কথার পণ্ডামিতে
     কেউ যদি কয় তা’ ছাড়তে—
মতিচ্ছন্ন তা’রেই জানিস
     আত্মম্ভরী বাঘডাঁশা,
বাঘের মত দেখতেও যদি
     শূয়োর মুখো সেই নাসা ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, ধৰ্ম্ম-২৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *