অন্তরের রূপ যা’ ঢাকা রয়
খুলে সে-সব বিনায়নে,
বিহিতভাবে বিন্যাস করিস্
চালাস্ তা’কে উন্নয়নে ;
অন্তরের অসৎ নিরোধ ক’রে
উন্নতিতে বাড়লে টান,
তবে তো আসে সার্থকতা
তবে তো জাগে সৎপরাণ ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, জীবনবাদ-৭৯
প্রীতির প্রেয় যেমনতর
ফলও ধরে তেমনতর।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৩, অনুরাগ-৫
সংক্রামক যদি না হয় ব্যাধি
অপারগতা থাকলে কম,
প্রেষ্ঠসেবার যা’ পার কর
উৎসারিত রেখে দম ;
ভাল হওয়ার সুস্থ-দীপ্ত
সহজ-সমীচীন ঐ পথ,
ওটা রেখে যা’ হয় কর
নয়তো তুমি হবে অসৎ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, জীবনবাদ-৮৫
ইষ্টনিষ্ঠ শিষ্ট ভিক্ষায়
যাজন-চৰ্য্যায় যাই-ই পাও
সেইটি নিও নিজের তরে,
ইষ্টার্থে যা’—ইষ্টে দাও।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, প্রচারক-৮
আবহাওয়াটি যেমনতর
পাখীও করে সুর তেমন,
তৃপ্তি কিংবা দুঃখের সুরে
ডাকেও তা’রা তাই সেমন।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, পরিবেশ-৯