শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

ধুরন্ধর জেনো সে
     যত পাকই খা’ক্‌ না কেন
ধুরো ছাড়ে না যে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, সংজ্ঞা-৫

পথ ভেবেই তুই শ্রান্তিভরে
     ক্ষান্ত হ’য়ে যাসনে দমে,
মানুষ কি রে চলতে পারে
     না ক’রে ভর স্ব-উদ্যমে ?
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, বৃত্তি-নিয়ন্ত্রণ-২৬

বীরত্ব যা’র মেয়ে-মহলে
     বাগ্-বিলাসে ধায়,
বাস্তবতার আতপ তাপে
     শুকিয়ে ওঠে প্রায় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, পুরুষ ও নারী-৭

প্রীতির পথটি ভাঙ্গিস্ নেকো
      জোড়ায় সুজোড় ক’রে তোল,
কৃতিপ্রীতির সঙ্গতিটা
      ঊছলদ্যুতিত কর নিটোল ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, প্রীতিরাগ-১৭

শ্রদ্ধাপূত নিবিষ্টতা
            ধৃতিপথে কৃতি জাগায়,
ধৃতির বিপাক হয় যেখানে
            সেদিকে সে কভু কি ধায় ?
                   -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
                   অনুশ্রুতি-৬, ধৰ্ম্ম-২৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *