কৃতিদীপ্ত অনুগতি
সঙ্গতিশীল অনুচলন, —
ইষ্টতালে সুষ্ঠু চলায়
ফুটেই থাকে তা’র বলন ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, জীবনবাদ-১৪৬
কামদুষ্টা মেয়ের প্রতি
শিষ্ট দরদ অভিভাবকের—
ঐ পথটি প্রথম খাঁটি
প্রীতিদীপ্ত বিনায়নের,
কিংবা কোন শিষ্ট পুরুষ
প্রীতির দীপ্তি নিয়ে
সদুচ্ছলায় তৃপ্ত করে
প্রীতিনিয়মন দিয়ে, —
সেটাও বটে অনেক ভাল,
দীপন রাগের দীপ্তিতে
ইষ্ট নিয়ে নিষ্ঠাবিভোর
উচ্ছলই হয় তৃপ্তিতে ;
সব নেশারই এমন আবেগ
উচ্ছল চলায় চ’লেই থাকে,
নিষ্ঠানিপূণ তাঁতে হ’লে
রুদ্ধ জীবন পড়ে না পাঁকে।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৭, প্রবৃত্তি-২৯
সঙ্ঘর্ষ যদি লাগেই কোথাও
সঙ্ঘর্ষ পুষ্ট ক’রো না,
দুষ্ট লোককে শিষ্ট ক’রো
তুমি অশিষ্ট হ’য়ো না।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৫, পরিবেশ-২৯