শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

যা’ নিয়ে তুই থাকবি মেতে
     যোগ হবে রে তা’তেই তোর,
ফলও পাবি তেমনি রে তুই
     তেমনি জানায় থাকবি ভোর ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, তত্ত্ব-৩৮

কে কী বলে, কেমন চলে
      করেই বা কী কেমনতর—
খতিয়ে সে-সব ঝুঝে নিয়ে
      চ’লো তুমি তেমনি দড় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, নীতি-৫

বিপথে চলা চাস্ নে ও তুই,
      সুপথই চাস্ নিত্যদিন,
বিপথে যদি যাস্ ওরে তুই
      হ’বিই ক্রমে নেহাৎ ক্ষীণ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, নীতি-১৫

নিষ্ঠাকৃতি দীপ্ত যেথায়
      বাজে বকা কম,
এমনতর চলন যাদের—
      বাড়েই হৃদয়-দম ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, চরিত্র-২

বিপদ-তারণ কৃষ্টিকে যদি
      শিষ্ট ক’রে রাখতে চাও,
বোধদীপ্ত উচ্ছলাতে
      বিপদ এড়িয়ে সেমনি ধাও।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, নীতি-২৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *