শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

যে সাহায্য যা’র কাছে পাস্
     কৃতজ্ঞতায় ভরিস্ বুক,
গুণ-স্তোতনায় দীপ্ত রাখিস্
     হৃদয়ভরা পাবি সুখ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, নীতি-২০

স্বামীর প্রতি যেমনি রতি
     তেমনি নারীর মতিগতি ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, দাম্পত্য জীবন-২৫

জন্মগত বৈশ্য তা’রা—
      জনের সেবায় যা’রা রত,
ব্যবসা-বাণিজ্য ক’রেও যা’রা
      লোকসেবাতে উচ্ছ্বসিত,
ঐ চর্য্যায় সবার ঘরে
      প্রবেশ ক’রে দীপ্ত রাখে,—
বৈশ্যত্ব তা’র অন্তরেতে
      বসবাসই ক’রে থাকে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, বর্ণাশ্রম-১২

বোধি ও-তোর যেমন থাক্ না
      নিষ্ঠানিপুণ তুই কিনা!
নিষ্ঠানিপুণ হলেই কিন্তু
      সজ্জিতও হবে বোধনা ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, শিক্ষা-৬

আদর্শহীন পড়শী-মাঝে
     বহুমুখীন তোর চলন,
এই আদর্শ-বিহীনতায়
     টুকরোমিতে সব মরণ ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, আদর্শ-২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *