সমাচার প্রতিবেদন :
খুলনায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ উৎসব উদযাপিত হয়েছে। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ খুলনা জেলা শাখার উদ্যোগে হাটবাটি, বঠিয়াঘাটায় গত ১৮ ও ১৯ এপ্রিল দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ (হিমাইতপুর, পাবনা) কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন (স.প্র.ঋ.)।
উৎসব উপলক্ষে আয়োজিত ধর্মসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ (হিমাইতপুর, পাবনা) কেন্দ্রীয় আশ্রমের সহ সম্পাদক শ্রী সৌমিত্র মজুমদার পলাশ(স.প্র.ঋ), সাংগঠনিক সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র দাস(স.প্র.ঋ), প্রচার সম্পাদক শ্রী হিরন্ময় ঘোষ(স.প্র. ঋ), শিক্ষা ও গবেষণা সম্পাদক ড. শ্রী নরেশ চন্দ্র মধু(যাজক), সাংস্কৃতিক সম্পাদক শ্রী রথীন মিত্র, সহ কোষাধ্যক্ষ শ্রী ধীশংকর সরকার, সহ তত্তাবধায়ক শ্রী সুখেন্দু বিশ্বাস (স.প্র.ঋ), নির্বাহী সদস্য শ্রী চিত্তরঞ্জন দাস, শ্রী চিরন্তন মল্লিক, শ্রী অরুনকুমার দে, শ্রী সুকৃতি রায় প্রমুখ।
কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আরো উপস্থিত ছিলেন আশ্রমকর্মী বিশিষ্ট বাউল সঙ্গীতশিল্পী শ্রী রবেন বিশ্বাস, শ্রী অমিত সকরাক, কুষ্টিয়া জেলা শাখা সৎসঙ্গের সভাপতি শ্রী স্বপন কুমার দে, ঢাকা জেলা শাখা সৎসঙ্গের সাংগঠনিক সম্পাদক সঙ্গীত পরিচালক শ্রী লিটন দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী সমীর সরকার।
প্রথমবারের মত অত্র অঞ্চলে ঠাকুরের উৎসব অনুষ্ঠিত হলেও অসংখ্য ভক্ত সমাগমে উৎসবাঙ্গন মুখরিত ছিল। পরমপিতার জয় জয়াকার হউক। আয়োজকরা জানান, ১৩৭তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ উৎসব উপলক্ষ্যে সকাল ও সন্ধ্যায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এছাড়া ধর্মালোচনাসভা এবং আনন্দোবাজারে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।