শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

প্রেয় যদি ঠিক থাকে তোর
      নিষ্ঠানিপুণ রাগ নিয়ে,
শ্রেয়ও ফুটে উঠবে তেমন
      কৃতিপথে ফিনিক্ দিয়ে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, প্রীতিরাগ-১৪

ভ্রান্ত বিজ্ঞ হওয়ার চাইতে
      সহজ মূর্খ অনেক ভালো,
ভ্রান্তিটাকে চারিয়ে দিয়ে
      করে নাকো দেশটা কালো ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, প্রজ্ঞা-২৬

আসল ভেঙ্গে যে-জন খায়
     ব্যবসায় সে চুলোয় যায় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, ব্যবসায়-১৩

শিষ্টনিষ্ঠা, অনুগতি,
     কৃতি-সম্বেগ থাকে যদি,
বর্ণানুগ বিভায় তা’রা
     উপ্‌চে চলে নিরবধি।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, বর্ণাশ্রম-৪

নিষ্ঠানিপুণ প্রাণন-বলে
            শান্ত হ’য়েও দীপ্ত যে,
কৃতিপথের সার্থকতায়
            ঊর্জ্জনা বয় জেনোই সে ।
                   -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
                   অনুশ্রুতি-৫, চরিত্র-৪৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *