সমাচার প্রতিবেদন
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ বরিশাল জেলা শাখার সাংগঠনিক সম্মেলন আগামীকাল শুক্রবার (১১ এপ্রিল) অনুষ্ঠিত হবে। শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ বরিশাল জেলা শাখা মন্দির প্রাঙ্গনে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ (হিমাইতপুর, পাবনা) কেন্দ্রীয় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মন (স.প্র.ঋ.)।
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ বরিশাল জেলা শাখার সভাপতি শ্রী কিশোর কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সহ-সাধারণ সম্পাদক শ্রী সৌমিত্র মজুমদার (স.প্র.ঋ.), সাংগঠনিক সম্পাদক শ্রী বিকাশ চন্দ্র দাস (স.প্র.ঋ.), শিক্ষা ও গবেষণা সম্পাদক এবং বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ড. শ্রী নরেশ চন্দ্র মধু (যাজক), নির্বাহী সদস্য শ্রী অরুন কুমার দে (যাজক), শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ ঢাকা জেলা শাখার সহ-সভাপতি ইঞ্জি. শ্রী শ্যামল চন্দ্র ঘোষ, যুগ্ম সম্পাদক শ্রী মাধব ঘোষ, সাংগঠনিক সম্পাদক শ্রী লিটন দাশ, প্রচার সম্পাদক শ্রী সমীর সরকার, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শ্রী রনি সাহা (যাজক), নির্বাহী সদস্য শ্রী নকুল চন্দ্র হালদার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ বরিশাল জেলা শাখার সধারাণ সম্পাদক শ্রী পরেশ চন্দ্র সাহা। আয়োজকরা জানান, সম্মেলন উপলক্ষ্যে এদিন সন্ধ্যায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে। প্রার্থনা শেষে আলোচনা এবং আনন্দোবাজারে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে।