শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

আচার-ব্যাভার যা’ই করিস্ তুই—
     লক্ষ্য রেখে লোক-হৃদয়,
নিষ্ঠা-নিপুণ অমনি চলায়
     বোধ-বিজলীর হয় উদয়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, ব্যবহার-৪০

অসৎ স্বভাব মৰ্য্যাদা পেলে
     আস্কারা কিন্তু তা’তেই পায়,
স্বাৰ্থসহ সংঘাত হলে
     তা’রা কিন্তু অসতে ধায়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, চরিত্র-৪৪

বেঁচে থাকা, বেড়ে চলার
     যা’তেই আসে সমাধান,
প্রাজ্ঞবোধের দৃষ্টি দিয়ে
     তা’ নিয়ে চল্ সটান টান।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, ধর্ম্ম-৭০

তীক্ষ্ণ বোধে তীব্র কৰ্ম্ম
     নিষ্ঠা-অনুরাগ,
অনুকম্পী জ্ঞানবিবেকী
     মূৰ্ত্ত তপোযাগ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, সাধনা-৭

যে চাহিদায় ঝুঁকবি রে তুই
     সেইটিই মন ভাব্‌বে,
যা’ ক’রে তা’ পেতে পারিস্
     তা’ থেকে কিন্তু সরবে,
পেতেই যদি চাস্ রে পাগল
     সেইটি তবে কর্,
যে-করাতে ঝোঁক দিলে তোর
     পাওয়াই হবে বর।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, নীতি-১৪০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *