শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

পিতামাতার সংবেদন,
     মূৰ্ত্ত স্বস্তি, মূৰ্ত্ত জ্ঞান,
ইষ্টেই যে মুখরিত—
     বুঝবি হ’লে ইষ্টপ্ৰাণ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, ভক্তি-৩০

ঘরে-বাইরে অন্ন-ভরা
     মাঠে-ঘাটে অন্নময়,
প্রীতিপূর্ণ এমন কৃতী
     ব্যক্তিত্বে অন্নদা রয় ;
অকম্পিত ইষ্টনিষ্ঠা
     অচ্ছেদ্য অনুরাগ,
অদম্য যা’র কৃতি-চলন
     মূর্ত্ত বিষ্ণুরাগ;
অচল হয়ে লক্ষ্মী সেথায়
     করেন বসবাস,
ঐশ্বর্য্যে সে উপ্‌চে ওঠে
     নাশি’ সকল ত্রাস।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, অর্থনীতি-২১

সৎ-এর সঙ্গ যা’ই কর না,
     নিজের ধান্ধা নিয়েই থাক,
নিষ্ঠা-প্রভা ঊর্জ্জী আবেগ
     সৎ-এ কভু ফুটবে নাকো।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, নিষ্ঠা-৯১

ব্যথার কথা বললে রে কেউ
     শুনিস্ আগ্রহ নিয়ে,
যেটুকু পারিস্ মুক্ত করিস্
     সার্থক সেবা দিয়ে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, ব্যবহার-৮০

ইষ্টনিদেশ অনুক্রমে
            কৃতিতে ক’রলে নিষ্পাদন,
সমাধান তো তা’ই-ই হ’ল
            নিদেশ হ’ল নিৰ্ব্বহণ ।
                   -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
                   অনুশ্রুতি-৪, সাধনা-৩৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *