শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

ইষ্টে তুমি ভালবাস
     দৃঢ়কৰ্ম্মা সেবা নিয়ে,
ক্ষিপ্র-দ্যোতন বিবেচনায়
     অটল কৃতি-শিষ্ট হ’য়ে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, অনুরাগ-৩৩

ভাল কিছু করতে গিয়ে
     আসে যদি হ’টেই ছেলে,
এমনি ক’রে উসকে দিবি
     বাহবা নিতে করেই ফেলে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, সন্তানচৰ্য্যা-২০

লোকেই ধরবে প্রয়োজন তোর
     লোকচৰ্য্যায় হ’ তৎপর,
ধাতার ধৃতি-অনুশাসনে
     সব হৃদয়কে দীপ্ত কর্।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, সেবা-৩৪

শিষ্ট ব্যাভার ক’রেও যদি
      সুষ্ঠু না হয় কেউ,
ভদ্র বিধি বজায় রেখে
      মারিস্ ঊর্জ্জী ঢেউ;
তপন-তাপে দগ্ধ হ’লে
      ছায়ার প্রয়োজন,
তেমনতরই শিষ্ট তালে
      করিস্ নিয়োজন ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, ব্যবহার-৯

বীজও আছে, গাছও হয়,
      মূলে সবই সুজাত নয় ৷
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, প্রজনন-১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *