শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

ভাল কিংবা মন্দ ব’লে
     ভাবিস্ নাকো কা’রে,
কাজে যেমন দেখবি যা’কে
     তেমনি নিবি তা’রে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, কৰ্ম্ম-কৌশল-২৯

জমিতে যা’র অধিকার
     ফসলে ভাগ আছেই তা’র ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, কৃষি-৫

শিষ্ট নিষ্ঠা ইষ্টে যাহার
      ব্যতিক্রম যার পায় না লাগ
কৃতিস্রোতা যতই হোক সে
      আদর্শেতে থাকে সজাগ ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৪, নিষ্ঠা-২৭

কঠোর সহজ সুসাধনে
      স্বস্তিটাকে নিখুঁত কর্,
বিভুর কাছে সেধে নে তুই
      জীবনযাগের অমোঘ বর ;
ধৈর্য্যনিপুণ তীক্ষ্ণ চলন
      সূক্ষ্ণ জ্ঞানের দীপ নিয়ে—
অমর চলায় চলতে থাক্ তুই
      শুভ কৃতির ধী বিলিয়ে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, জীবনবাদ-৭৯

বিদ্যমানকে জানবে যেমন
     বিদ্যাও পাবে তেমনি,
ধাইয়ে তোমার যেমন জোটে
     সাজাতে পারবে সেমনি।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, দর্শন-২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *