সমাচার প্রতিবেদন:
পুণ্য দোল-পূর্ণিমা তিথিতে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭তম শুভ আবির্ভাব-বর্ষ-স্মরণ মহোৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় বেলুন উড়িয়ে তিন দিন ব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হয়। সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র বর্মণসহ সৎসঙ্গের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট ব্যারিষ্টার মোহাম্মদ শিশির মনির। বিশেষ অতিথি থাকবেন পাবনা ইসলামীয়া মাদ্রাসা, দারুল আমান ট্রাস্টের অধ্যক্ষ ইকবাল হোসেন, পাবনা জেলা ও দায়রা জজ আদলতের অতিরিক্ত পিপি এ্যাড. মলয় কুমার দাসরায়, পাবনা প্রেস কাবের সম্পাদক জহুরুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মোসাব্বির হোসেন সঞ্জু।
দ্বিতীয় দিন শুক্রবার আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিআইডব্লিউটিএ এর সাবেক চেয়ারম্যান ও এবি ট্রাস্টের চেয়ারম্যান এ্যাড. শামসুর রহমান শিমুল বিশ^াস। বিশেষ অতিথি থাকবেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পাবনার পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁ, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী বিনয় জ্যোতি কুন্ডু, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি শ্রী প্রভাস ভদ্র। এছাড়াও প্রতিদিনই ধর্মীয় আলোচকবৃন্দ আলোচ্য বিষয়ের উপর আলোচনা করবেন।
আয়োজকরা জানান, তিন দিন ব্যাপী মহোৎসবের অনুষ্ঠানমালায় থাকছে ধর্মসভার পাশাপাশি প্রভাতে এবং সন্ধ্যায় সমবেত প্রার্থনা, সদ্্গ্রন্থাদি পাঠ, শ্রীশ্রীঠাকুরের জন্মস্থান প্রদণি, ঋত্বিক পরিষদ সভা, যুব সম্মেলন, ঋত্বিক সম্মেলন, কিশোরমেলা, মাতৃ সম্মেলন, কর্মী সম্মেলন, আন্দোবাজারে মহাপ্রসাদ বিতরণ ও রাতে লোকরঞ্জন অনুষ্ঠান।
সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বর্মণ জানান, এবারে দোল উৎসবে সারা দেশ থেকে বিপুল পরিমান ভক্তবৃন্দ আসতে শুরু করেছে। তিন দিনে প্রায় এক লক্ষ ভক্তবৃন্দ সমবেত হবেন বলে আশা করছি। সুন্দন ও সুষ্ঠুভাবে উৎসব পালন করতে আইন-শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় বাসিন্দারা সর্বাত্মক সহযোগিতা করছেন।