শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

মিষ্টি কথাই ভাল লাগে
      সেটাই নয়তো বুকের বল,
ধী ও শক্তির সঙ্গমেতে
      হ’য়েই ওঠে জীবন উতল ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, মনোবিজ্ঞান-২৭

মিষ্টি কথাই ভাল লাগে
      সেটাই নয়তো বুকের বল,
ধী ও শক্তির সঙ্গমেতে
      হ’য়েই ওঠে জীবন উতল ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, মনোবিজ্ঞান-২৭

স্বার্থ ভরা প্রণয় যাহার
      আত্মম্ভরি অনুচলন,
প্রীতি কোথায় দেখবি রে তার
      বিকৃতিই তার অনুবেদন ৷
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, অনুরাগ-১৮

কাম-আবেশে বেহুঁশ চলন
     ভাল-মন্দ নাই বিচার,
চোখের আড়াল না করলেও
     ভালবাসা নাইকো তা’র ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, বৃত্তিধৰ্ম্ম-৫৫

নিষ্ঠানিটোল হৃদয় নিয়ে
            আগ্রহশীল তৎপরতায়,
কৃতিপথে যায় এগিয়ে
            উদ্যমেরই দ্যুতিবিভায়—
বোধবৃত্তিও সঙ্গে-সঙ্গে
            সজাগ হ’য়ে ওঠে যখন,
দৈবশক্তি অমনি ক’রেই
            উচ্ছলতায় চলে তখন,
দৈবশক্তি ওকেই বলে
            চলন তাহার অমন দড়,
উচ্ছলতায় কৃতিসিদ্ধ
            সার্থকতায় করেই বড় ;
বিহিত বিশেষ অবস্থাতে
            প্রাকৃতিক বিন্যাস রয় যেখানে,
আশ্রয় হ’য়ে সে তোমারে
            বাঁচায় তোমায় দুষ্ট ক্ষণে,—
এমনতর বিহিত বিন্যাস
            যেখানে তুমি পাও যখন,
প্রকৃতিরই বিন্যাস তোমায়
            রক্ষা কিন্তু করে তখন ;
কারণ যেথায় বোবা মেধায়
            উচ্ছলিত সক্রিয় নয়—
দৈবশক্তি ব’লে তা’কে
            অনেক সময় লোকে কয় ।
                   -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
                   অনুশ্রুতি-৫, ভজন-চৰ্য্যা-৪৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *