নিষ্ঠানিপুণ অনুরাগে
দৃষ্টি নিয়ে চলতে গেলে
কোথায়ও হয় ভরপুর আর
কোথাও ঊষদৃকে চলে,
অনুরাগকৃতির পারিজাত কোথাও
কোথাও ঊষর স্তব্ধতা—
এমনি ক’রে ভেঙ্গে-গ’ড়ে
রাখে সত্তার শিষ্টতা ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, সাধনা-১১০
খেয়াল রাখিস্ অন্তরে তুই
কী অবস্থায় বলবি কী?
বলায় যেন ওঠেই ফুটে
কূটনীতি আর ব্যক্ত ধী।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, ব্যবহার-২২
অসৎ-নিরোধ প্রস্তুতিটা
সব সময়ে অটুট রেখো,
যেথায় অসৎ করবে নিরোধ
সজাগ চোখে চেয়ে দেখো ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৪, অসৎ-নিরোধ-৪১
একনিষ্ঠ অনুরাগই
কৃতিভরা উদ্যমে
ব্যক্তিত্বকে জাগিয়ে তোলে—
দীপক রাগে সুক্রমে ৷
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, জীবনবাদ-৩৯ শরীর যেমন কৃতির টানে
নাচে প্রাণন-স্পন্দনে,
ইষ্টার্থেতে মেতে তুমি
দোলো কৃতি-নন্দনে ।
-শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
অনুশ্রুতি-৬, সাধনা-১০১