শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

দেখেশুনে বোঝা বাদে
      যেমন ভেবে নিচ্ছ তুমি—
শিষ্ট হ’লে বুঝো কিন্তু
      সেই তো সুষ্ঠু ফলের ভূমি;
বেতাল চলায় চল যদি
      বেভুল হবে নির্ঘাত,
জ্ঞান-অন্ধ হবে তুমি
      কমই করবে দৃক্‌পাত।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, দর্শন-৭১

চরিত্র হেন ধন থাকতে
     ভাগ্যের অভাব কী?
আলস্য হেন গুণ থাকতে
     দুঃখের অভাব কী?
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, কৰ্ম্ম-১৫

পূর্ব্বঋষি মানে না যা’রা
     জানিস্ নিছক ম্লেচ্ছ তা’রা ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, সংজ্ঞা-১০০

আদর্শে টান, কৰ্ম্মে পটু,
     যত নীচই হো’ক,
উন্নতি তা’র হবেই হবে
     পাবেই আলোক ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, অনুরাগ-৬৭

সত্তাকে যা’ খর্ব করে
            সাম্যবাদের বাধা সেথায়,
সত্তাতে যা’য় বর্দ্ধনা আনে
            সাম্যবাদের বিধি তা’য় ।
                   -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
                   অনুশ্রুতি-৪, রাজনীতি-৯৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *