শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

বুদ্ধ-ঈশায় বিভেদ করিস্
     শ্রীচৈতন্যে রসুল কৃষ্ণে,
জীবোদ্ধারে হ’ন আবির্ভাব
     একই ওঁরা তা’ও জানিস্ নে ?
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, আদর্শ-৭৭

নিষ্ঠা-অনুগতির সাথে
     কৃতিস্রোতা হ’য়ে চল্‌,
বান্ধবতার পরিচর্য্যায়
     উথ্লে তোল্ তোর বুকের বল ;
এমন কয়টি থাকলে গুণ
     অঢেল হবে চলন তোর,
বিভূতি-বিভব আসবে আপনি
     ভেঙ্গে স্বার্থনেশার ডোর।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, নিষ্ঠা-১৫

বৃত্তিগুলো ইষ্টঝোঁকে
     ঐ স্বার্থেতে ছুটলে,
জীবন-জগৎ শৃঙ্খলাতে
     বিন্যস্ত হয়, বুঝলে ?
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, অনুরাগ-৮৬

স্বামিসেবার নাইকো নেশা
      শ্বশুর-শাশুড়ী থাক্ দূরে—
দুষ্টা মেয়ে,—নজর রেখো,
      ভেবোও তুমি তাই তা’রে ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, নারী-৬

প্রাণন-অর্থ ব্যর্থ করে
     স্বার্থ খুঁজে চললি ঢের,
ইষ্টার্থকে ক’রলি ব্যর্থ,
     ঘুচ্‌লো কি তোর ভাগ্য-ফের?
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, কপট-টান-৪

ভাববৃত্তির অঢেল আবেগ
     নিষ্ঠানিপুণ ঊর্জ্জনায়,
কৃতির নেশায় তরতরে কর্
     নিষ্পাদনী দক্ষতায়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, কৰ্ম্ম-১২৩

বাড়ীর শোভা মেয়েছেলে
      তা’রাই গৃহের কর্ত্রী,
পালন-পোষণ-পরিচর্য্যায়
      তা’রাই স্বভাব-ধাত্রী।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৫, নারী-২

চিত্ত যত সদ্ ভাবেতে
     সুরঞ্জিত হ’য়ে রয়,
কৃতির নেশা বাস্তবেতে
     তেমনতরই হয় উদয়।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, কৰ্ম্ম-১১৮

শিষ্ট নিষ্ঠা ইষ্টে যাহার
            ব্যতিক্রম যার পায় না লাগ
কৃতিস্রোতা যতই হোক সে
            আদর্শেতে থাকে সজাগ ।
                   -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
                   অনুশ্রুতি-৪, নিষ্ঠা-২৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *