সমাচার প্রতিবেদন
পুণ্য দল-পূর্ণিমা তিথিতে যুগ পুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৭ তম শুভ আবির্ভাব বর্ষ-স্মরণ মহোৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৩ টায় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ হিমাইতপুর লাইব্রেরীতে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাস (স.প্র.ঋ) এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীতাপস চন্দ্র বর্মন (স.প্র.ঋ)। সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক ড. নরেশ চন্দ্র মধুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা সদর ক্যাম্পের সেনা কর্মকর্তা সৌভিক, এন এস আই পাবনার সহকারী পরিচালক লুৎফুর কবীর, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর আনিসুর রহমান, পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন, পাবনা সদর থানার ওসি মোঃ আব্দুস সালাম, হিমাইতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: তারিকুল ইসলাম, সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক শ্রীসৌমিত্র মজুমদার (স.প্র.ঋ), দপ্তর সম্পাদক বলাই কৃষ্ণ সাহা, সদস্য চিত্তরঞ্জন দাস, সাংবাদিক মাহফুজ আলম, স্থানীয় বিএনপি নেতা মো: কামাল হোসেন, আবুল হোসেন, মো: রিদ্দিক, আফজাল হোসেন প্রমূখ।
সভায় আগামী ১৩, ১৪ ও ১৫ তিন দিনব্যাপী এই উৎসবের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সার্বিক বিষয়ের উপর আলোচনা করা হয়।