শ্রীশ্রীঠাকুরের ছড়াবাণী সংকলন অনুশ্রুতি থেকে-

কমিয়ে দে তুই শক্ত কথা
     হিতে নেহাৎ বলিস্ রে তা’,
ফুল্লদীপী তুষ্টি-পোষণ
     রাখুক ধ’রে তোর সততা।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, ব্যবহার-৬৪

ব্যাধিমুক্ত গুরু ছাড়া
     কারু এঁটোই খেতে নাই,
এতে কিন্তু ধ’রেই থাকে
     জীবনভরই রোগবালাই।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, স্বাস্থ্য ও সদাচার-৫৯

বিপ্র ক্ষত্র বৈশ্য শূদ্র
     যে চাহুক সৎসংহতি,
সহবর্ণে নিতেই হবে
     নইলে রুদ্ধ তা’র গতি ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-১, সমাজ-২৯

বিশেষ দ্যোতন-অধিকৃতি—
     সমাহারী মেলন-তালে
সার্থকতার সন্দীপনায়
     জন্মে থাকেন মায়ের কোলে।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, প্রজনন-২৬

ধারণ-পালন প্রীতির নেশায়
     স্বভাব-চর্য্যা হয় রত,
ব্যাপ্তিতে তুই উছল হ’য়ে
     সব প্রাণেতে থাক্ নিয়ত।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৩, সেবা-৯৩

যা’ সব শ্ৰেয় সব ক’রে যাও
      গুপ্ত রেখে মন্ত্রণা,
বলার যা’ তা’ সব ব’লে যাও
      সেধে মন্ত্রব্যঞ্জনা।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, রাজনীতি-১২

না থেকে তো হয় না রে হাঁ,
     না কিন্তু হওয়ারই ছেদ;
না-টাই তো সব বিষয়ে
     সৃষ্টি ক’রে চলেই ভেদ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-২, দর্শন-১১

হাতে-কলমে ইষ্টসেবাই
      কৃতিদীপ্ত ঊৰ্জ্জনায়,
হৃদয়টাকে সবল করে
      নিদেশবাহী বর্দ্ধনায় ।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৬, সাধনা-৬১

আচার্য্য-ইষ্টে ত্যাগ ক’রে তুমি
      লক্ষ স্বর্গে যাও না কেন,
ফাঁকা বুকের বাঁকা বোধে
      ব্যর্থ সকল সাধনা জেনো।
          -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
          অনুশ্রুতি-৭, সাধনা-৩১ 

দেখাশুনা-বলাটাকে
            সঙ্গতিশীল করবি এমন,
যা’তে কেউই ভ্রান্ত হ’য়ে
            অপদস্থ না হয় কখন।
                   -শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র
                   অনুশ্রুতি-৫, নীতি-৪৮ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *